বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র যুদ্ধে ভয় পায়: ইরান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৫১৫ বার

আন্তর্জাতিক ডেস্কঃ 
ইরান যুদ্ধের পেছনে ছুটছে না বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। দেশটির আধা সরকারি ফারস নিউজের বরাতে রয়টার্স এমন তথ্য দিয়েছে।
রোববার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও আমাদের মধ্যে ফারাক হচ্ছে, তারা যুদ্ধে ভীতসন্ত্রস্ত এবং তাদের যুদ্ধের ইচ্ছাও নেই।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। সৌদি গণমাধ্যম মন্ত্রণালয় রোববার এক টুইট বার্তায় এ তথ্য দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এসময়ে তারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে কথা বলেন।
এমন এক সময় এ তথ্য জানানো হয়েছে, তখন তেলট্যাংকার ও পাম্পিং স্টেশনে হামলা নিয়ে আরব নেতাদের একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ