বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২২৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির সাত যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজন রয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালক কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। দূর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

নিহতরা হলেন মুক্তাগাছা উপজেলার শ্রীরামবাড়ির সিএনজি চালক আলাদুল (৩৮), মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬) ও কন্যা লিজা (১৩) এবং দুইজন অজ্ঞাত।

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান জানান, মুক্তাগাছা-জামালপুর সড়কের মানকোন নামক স্থানে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস শনিবার বিকাল চারটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী মারা যায়। গুরুতর আহত ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মারা যায়।

পুলিশ সুপার জানান, সিএনজিতে অতিরিক্ত যাত্রী বহন করায় এবং বাস চালক অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ