দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় দুই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ-আলালপুর গ্রামে ময়মনসিংহ-শেরপুর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন ফুলপুর উপজেলার হতিবান্দা গ্রামের ইন্নছ আলী (৫৫)। হতাহত অন্যদের নাম-ধাম তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলালপুর গ্রামে প্রথমে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একটা ট্রাক এসে দুই অটোরিকশার ওপর তুলে দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আরও কয়েজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।