দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ময়মনসিংহের প্রিমিয়ার লিগ (এমপিএল) খেলতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদরা।
ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) আয়োজনে ২১ ডিসেম্বর শুরু হবে এ টুর্নামেন্ট। পাঁচ দিনের টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে। মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন হবে ১০০ বলের নতুন ফরম্যাটে।
ময়মনসিংহের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, রাকিবুল হাসানরা খেলছেন এই টুর্নামেন্টে। ঢাকা থেকে খেলতে যাওয়ার কথা রয়েছে- জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল, নাসির হোসেন, ইলিয়াস সানি, আরাফাত সানি, যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়ের।
শুক্রবার ময়মনসিংহের মুকুল নিকেতন হাইস্কুলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জাতীয় দলের বর্তমান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। একই অনুষ্ঠানে ছয় দলের নাম ও লোগো প্রকাশ করা হয়।
ড্রাফটের মাধ্যমে ছয় দল বেছে নেয় তাদের স্কোয়াড। মাহমুদউল্লাহ ও ইলিয়াস সানি খেলবেন ময়মনসিংহ ঈগলসে।
মোসাদ্দেক ও পারভেজ হোসেন ইমন খেলবেন ময়মনসিংহ রাইডার্সে।
নাসির হোসেন, আজমির আহমেদ ও তানজিদ হাসান তামিম খেলবেন ময়মনসিংহ সিক্সার্সে।
শুভাগত হোম ও তৌহিদ হৃদয় খেলবেন ময়মনিসংহ থান্ডারে।
মোহাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান খেলবেন ময়মনিসংহ টাইগার্সে।
আকবর আলী ও আরাফাত সানি খেলবেন ময়মনসিংহ ওয়ারিয়র্সে।
এছাড়া স্থানীয় ৭৮ জনকে বেছে নিয়েছে ছয়টি দল। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে ২৪ ডিসেম্বর সেমিফাইনাল ও ২৫ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি টি স্পোর্টসে সম্প্রচার করা হবে।