রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

মোহনপুরে ‘কৃষক মাঠ স্কুলে’র উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৩৬৮ বার

প্রেস বিজ্ঞপ্তি:: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে ‘কৃষক মাঠ স্কুলে’র উদ্বোধন করা হয়েছে। ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে’র তত্ত্বাবধানে, ‘হাওর এলাকায় বন‍্যা ব‍্যবস্থাপনা ও জীবন যাত্রা’র মান উন্নয়ন প্রকল্পে’র বাস্তবায়নে এবং ‘সুরমা পানি ব্যবস্থাপনা দলে’র সহযোগিতায় এ ‘কৃষক মাঠ স্কুল’ স্থাপন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার বিকাল তিনটায় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সুরমা পানি ব্যবস্থাপনা দলে’র সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজু তালুকদারে’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদে’র চেয়ারম্যান নুরুল হক, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, মোহনপুর যুব কল্যাণ পরিষদে’র সভাপতি মোঃ রইসুজ্জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারন উপ-দর্শক জনাব মোঃ আব্দুল কাফী , মোঃ হাফিজউল্লা, কাজী আজাদ হোসাইন, এ.কে.এম রেজাউল করিম, মোহনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী শামসুল হক, রমিজ উদ্দিন, মনির উদ্দীন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃষক বান্ধব এমন কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘সুরমা পানি ব্যবস্থাপনা দলে’র অন্তর্গত মোহনপুর, জয়নগর, শান্তিপুর ও সরদারপুর গ্রামের ত্রিশ জন কৃষককে নিয়ে প্রথম দিনের ক্লাস শুরু হয়। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বীজ, উন্নত বীজ বাছাই ও বীজ সংরক্ষণের উপায়’ শীর্ষক ক্লাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হান্নান ও ‘সুরমা পানি ব্যবস্থাপনা দলে’র প্রশিক্ষক মোঃ সেলিম মিয়া।

উল্লেখ্য, কৃষকদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষিত কৃষক তৈরি ও কৃষি উৎপাদনে আরও উন্নতি সাধনের লক্ষ্যে এই ‘কৃষক মাঠ স্কুল’ নির্মাণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ