মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

মোস্তাফিজের মাছ ধরা দেখতে এত ভিড়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ২২৯ বার

স্পোর্টস ডেস্কঃ  
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের এক দিন পরই চলে এসেছেন সাতক্ষীরায় গ্রামের বাড়িতে। আপাতত ক্রিকেটীয় কোনো ব্যস্ততা নেই মোস্তাফিজুর রহমানের। অবসর সময়টা তাঁর কাটছে মাছ ধরে। বাংলাদেশ দলের এই তারকা পেসারের মাছ ধরা দেখতে ভিড় করছে আশপাশের গ্রামের শত শত মানুষ।
অনেক ক্রিকেট তারকা ছুটি কাটাতে দেশের বাইরে চলে যান। সেখানে মোস্তাফিজের ছুটি বলতেই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজ গ্রাম। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে বাড়িতে এসেছেন। এবার তাঁর সময়টা কাটছে মাছ ধরেই। মাছশিকার অবশ্য তাঁর পুরোনো শখ। এই শখ মেটাতে অনেক আগে ছিপ কিনেছিলেন ইংল্যান্ড থেকে। কাল ছিপে ১২ কেজি ওজনের পাঙাশ ধরে বেশ হইচই ফেলে দিয়েছেন এলাকায়।
নিজের পুকুরে মোস্তাফিজকে মাছ ধরার আমন্ত্রণ জানিয়েছিলেন সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের সাংবাদিক আকরামুল ইসলাম। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে সেজ ভাই মোখলেছুর রহমানকে নিয়ে মোস্তাফিজ হাজির হন আকরামুলের পুকুরে। বল হাতেই শুধু নয়, মোস্তাফিজ এদিন সাফল্য দেখিয়েছেন ছিপ হাতেও। ৫ কেজি ওজনের নিচে নাকি মাছই ওঠেনি তাঁর ছিপিতে! মোস্তাফিজের মাছ ধরা দেখতে সাধারণ মানুষই নয়, শিবপুর গ্রামে এসেছেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেলও। তাঁর মাছশিকার দেখতে কেন মানুষের এত আগ্রহ, এ প্রশ্নে অবশ্য হাসলেন মোস্তাফিজ, ‘আমি বাড়ি এলে এমন টুকটাক ভিড় হয়। এবার ভিড়টা হচ্ছে পুকুর পাড়ে।’
মাছশিকার অনেক হয়েছে, মোস্তাফিজ আবার চোখ রাখছেন উইকেটশিকারের দিকে। জাতীয় লিগ সামনে রেখে খুব শিগগির শুরু করবেন নিজের প্রস্তুতি। পায়ে চোট থাকায় খুলনা বিভাগের হয়ে এক রাউন্ডই হয়তো খেলবেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ