স্পোর্টস ডেস্কঃ
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঢাকা প্রিমিয়ার লিগের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ঢাকা লিগে তিন/চার বছর ধরে মোসাদ্দেক নিজেকে প্রমাণ করে যাচ্ছে। ওর বোলিংটাও আমাদের খুবই দরকার। মোসাদ্দেক ফিনিশার হিসেবে একজন কার্যকর ব্যাটসম্যান।
সবশেষ বিপিএলের মাঝপথে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ইনজুরি কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরছেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর মোসাদ্দেক বলেন, বিপিএলে চোট পাওয়ার পর পুনর্বাসন শেষ হয়েছে। পুনর্বাসনের শেষদিকে কাঁধে ইনজেকশন দেয়া হয়েছে। সব মিলিয়ে এখন ফিট।
জাতীয় দলের এ তারকা অলরাউরা আরও বলেন, নেটে আজ পুরো অনুশীলন করেছি। এখন ঢাকা লিগে খেলতে কোনো সমস্যা নেই।
রোববার শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব।