বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

মোদি সৈকতে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ২৪৭ বার

অনলাইন ডেস্কঃ  
হাতভর্তি প্লাস্টিকের পরিত্যক্ত বোতল। সৈকতে খালি পায়ে হাঁটছেন। আর পড়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে রাখছেন ব্যাগে।
বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে এভাবেই দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
বিবিসি বলছে, ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রচারণার অংশ হিসেবে সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়ানোর এই
ভিডিও প্রকাশ করেছেন মোদি
। ভিডিওটি ধারণ করা হয়েছে তামিলনাড়ুর মামালাপুরাম সৈকতে।
ভিডিওতে দেখা যায়, মোদির পরনে কালো ট্রাউজার ও পোলো শার্ট। খালি পায়ে সমুদ্রসৈকতে হাঁটছেন। দেখে মনে হবে, যেন প্রাতর্ভ্রমণে বের হয়েছেন। আশপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও মোড়ক তুলে নিচ্ছেন। রাখছেন একটি ব্যাগে। ভিডিও শেষে দেখা যায়, পিঠে একটি ছোট্ট সেই ব্যাগ নিয়ে মোদি এগিয়ে যাচ্ছেন।
দ্য টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, নরেন্দ্র মোদি তামিলনাড়ু রাজ্যের মামালাপুরাম এলাকায় আছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে এর আগে আজ সকালে ভারতের জনগণের জন্য দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই বার্তা দেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ