বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

মেসির চেয়ে দামি নেইমার-এমবাপে!

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ২২০ বার

স্পোর্টস ডেস্ক 
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? এ প্রশ্নের উত্তরে চোখ বন্ধ করে সবাই বলে দেবে ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের নাম। এরপরের স্থানটি নেইমারেরই ক্লাব সতীর্থ কাইলিয়ান এমবাপের।
একটি গবেষণা প্রতিবেদন এই তথ্যেরই সত্যতা জানিয়েছে। কেপিএমজি নামক প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চেয়েও দামি পিএসজির এই দুই ফুটবলার।
গবেষণায় উঠে এসেছে নেইমারের বর্তমান বাজারমূল্য ২২৯ মিলিয়ন ইউরো। তার সতীর্থ কাইলিয়ান এমবাপের বাজারমূল্য ২১৫ মিলিয়ন ইউরো। বিপরীতে লিওনেল মেসির বাজারমূল্য এখন হচ্ছে ২০৩ মিলিয়ন ইউরো।
তবে বিশ্বের দুই দামি ফুটবলার পিএসজিতে থাকা সত্ত্বেও ক্লাবটির বার্ষিক পারিশ্রমিকের পরিমাণ মেসির ক্লাব বার্সেলোনার পারিশ্রমিকের চেয়ে অনেক কম। গবেষণা রিপোর্টে উঠে এসেছে, গত বছর আর্সেলোনা তাদের ফুটবলারদের পারিশ্রমিক হিসেবে ব্যায় করেছে অর্ধেক বিলিয়ন ইউরোর বেশি। আগের বছরের চেয়ে যা ৪২ ভাগ বেশি।
কেপিএমজির রিপোর্ট বলছে, বার্সেলোনা গত বছর লিভারপুল থেকে ক্লাবের রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোকে কিনে আনে। কৌতিনহোসহ সব মিলিয়ে তাদের স্টাফ পারিশ্রমিক হিসেবে ব্যায় হয়েছে ৫৬২ মিলিয়ন ইউরো।
বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা পিএসজি গত বছর ফুটবলারদের পারিশ্রমিক হিসেবে ব্যায় করেছে ৩৩২ মিলিয়ন ইউরো। আগের বছরের তুলনায় যা ২০ ভাগ বেশি। বার্সেলোনার এত বেশি ব্যায় হওয়ার কারণ শুধু কৌতিনহোকে কেনাই নয়, ওসমান ডেম্বেলেসহ আরও বেশ কিছু ফুটবলারের আগমণ, মেসিসহ কয়েকজন ফুটবলারের বোনাসসহ পারিশ্রমিক বৃদ্ধিই বার্সেলোনার এতটা বেশি ব্যায়ের কারণ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে দামি ক্লাব হচ্ছে ম্যানচেস্টার সিটি। যাদের মূল্য ১.১৮২ বিলিয়ন ইউরো। যদিও আগের বছরের তুলনায় ৫ ভাগ মূল্য কমেছে তাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ