বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

মেসির এক কথায় বড় ক্ষতি হল বার্সার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ১৭৫ বার

স্পোর্টস ডেস্ক:  লিওনেল মেসির এক কথায় সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল বার্সেলোনার। এমনটিই মনে করেছেন বার্সেলোনার বিপণনপ্রধান সিন্তো আইরাম।

মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের সব ক্রীড়া ফেডারেশনের বাণিজ্যিক চুক্তিও কমে গেছে। স্পন্সর সেভাবে আসছে না। বড় রকমের আর্থিক অনিশ্চয়তা গ্রাস করেছে বার্সেলোনাকে কিন্তু ঐতিহ্যবাহী এ ক্লাবটির ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ সিন্তো আইরাম মনে করেন- করোনাভাইরাস নয়, মেসি বার্সেলোনা ছাড়ার কথা বলায় স্পন্সরশিপ চুক্তিতে বেশি প্রভাব পড়েছে।

বার্সেলোনার স্পন্সরশিপ চুক্তি থেকে আয় ৫৫ মিলিয়ন ইউরো থেকে নেমে দাঁড়িয়েছে ৩০ মিলিয়নে।

স্পেনের সংবাদ সংস্থা ইএফইকে আইরাম বলেছেন, করোনাভাইরাস স্পন্সরশিপ মানি অনেকটাই কমিয়ে দিয়েছে, কারণ ব্র্যান্ডের দৃশ্যমান দরপতন হয়েছে। তার চেয়েও বড় কথা আপনি যখন বার্সেলোনার ব্র্যান্ড বিক্রি করবেন বিশ্বজুড়ে তার একটা প্রভাব পড়বেই। সবাই মেসির মুখটাই দেখাতে চায়।

তিনি আরও বলেছেন, মেসি ক্লাব ছাড়ার কথাটা বলাতেই ক্ষতিটা হয়েছে বেশি। কারণ বার্সেলোনার অজস্র ভক্ত শুধু মেসির ভক্ত, যেমনটা রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে ঘটেছে। রোনাল্ডোর ভক্ত বলেই তারা রিয়াল মাদ্রিদের ভক্ত ছিলেন, রোনাল্ডো যেই মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন, অমনি তারাও ক্লাব বদলেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ