আশিস রহমান :: দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাপনী দিনের অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিনভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণীর মাধ্যমে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সমাপনী দিনে শিক্ষক মছদ্দর আলীর সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুল হাসান চৌধুরী রুহেল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধকালীন বাঁশতলা সাব সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু হাইস্কুলের প্রতিষ্ঠাতা লেঃ কর্নেল (অব.) এ এস হেলাল উদ্দিন পিএসসি দোয়ারার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি প্রাণের টানে এখানে এসেছি। মুক্তিযুদ্ধের সময় এখানে আমি ৫ মাস ছিলাম। এটা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমরা কোমর সমান পানিতে হেটে পুরো এলাকা ঘুরে বেরিয়েছি।’
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসি। এ মাটির যোগ্য সন্তান খসরু সাহেবের মতো ছেলে আছে বলেই এই স্কুলটা হয়েছে। তিনি তার মায়ের জায়গাটা এই প্রতিষ্ঠানের জন্য দান করেছেন। আমি তার সাথে সাপোর্ট দিয়েছি। তিনি সকল ভালো কাজে জড়িত থাকেন। এরকম ভালো মানুষ জন্মালে দেশ বদলে যাবে।আপনারা চিন্তা করবেন না। প্রতিষ্ঠানের যেসব সমস্যা আছে ইনশাআল্লাহ অতিদ্রুত সমাধান হয়ে যাবে। কিন্তু আমি ভালো রেজাল্ট দেখতে চাই।’
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের অপর প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক সিনিয়র আইনজীবী এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, ‘ক্যাপ্টেন হেলাল শুধু এই বিদ্যালয়ই প্রতিষ্ঠিত করেননি। দেশ ও মাটির টানে এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ স্বাধীনের পরে তিনিই সর্বপ্রথম ব্যক্তি উদ্যোগে ৫০০ মুক্তিযোদ্ধাকে নিয়মিত সম্মানী ভাতা প্রদান করেন। মহব্বতপুর স্মৃতিসৌধ, বাঁশতলা স্মৃতিসৌধ, ডলুরা রেস্ট হাউজ তার ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হয়েছে।’
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, ‘মাত্র ২৬ জন শিক্ষার্থী নিয়ে ১৯৯৬ সালে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু করে। পরবর্তিতে তৎকালীন বিরোধী দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সাহেবের প্রচেষ্টায় ২০০১ সালে অষ্টম শ্রেণিতে এমপিওভুক্ত হয়। উনার সহযোগিতায় সম্প্রতি উচ্চ মাধ্যমিক পর্যায়েও এমপিওভুক্ত হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন সাহেবের প্রচেষ্টায় এই বিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবন নির্মিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এই এলাকা শিক্ষার আলোয় আলোকিত করতে সবার অবদান অনস্বীকার্য।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার ন.আ.ম. আলমগীর, অতিরিক্ত শিক্ষা সচিব মুক্তিযোদ্ধা মেজর (অব.) মাসুদ, বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, অভিভাবক সদস্য ফারুক আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মু্ক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক ফারুক আহমেদ। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ কর্নেল (অব.) এ এস হেলাল উদ্দিন পিএসসি তার নিজস্ব অর্থায়নে নির্মিত বিদ্যালয়ের দ্বিতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।