ক্রীড়া ডেস্ক::
দেরাদুনে পৌঁছে গেছে বাংলাদেশ দল। রাত ৮টায় বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ, ম্যানেজার ও দুই সিনিয়র খেলোয়াড় মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। সকাল ১০টায় রওনা দিয়ে বাংলাদেশ দল দেরাদুনে পৌঁছেছে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়। বিমানবন্দর থেকে হোটেল রিজেন্টা এলপি ভিলাসে পৌঁছাতে সন্ধ্যা ৭টা। সেখানে বাংলাদেশ দল পেয়েছে ফুলেল অভ্যর্থনা। রাত ৮টায় সংবাদমাধ্যমের সামনে এল বাংলাদেশ দল। পুরো দল ঠিক নয়, দলের ‘থিংক ট্যাংক’—অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ, সহ অধিনায়ক মাহমুদউল্লাহ, সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ম্যানেজার খালেদ মাহমুদ। সংবাদ সম্মেলনে ওয়ালশ-মুশফিক দুজনকেই বলতে হলো মোস্তাফিজকে নিয়ে।
খেলা ভারতে হলেও মাঠটা পরিচিত নয় বাংলাদেশের কাছে। অচেনা কন্ডিশনে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। সঙ্গে যোগ হয়েছে একটি দুঃসংবাদ, চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে পড়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের চোটকে ওয়ালশ অবশ্য ধাক্কা হিসেবে নয়, দেখছেন ইতিবাচকভাবে, ‘আমরা এখনো শক্তিশালী দল। দুর্ভাগ্য সে (মোস্তাফিজ) চোটে পড়েছে। তবে তার জায়গায় যে আসবে, তার বড় একটা সুযোগ।’
ওয়ালশের কথারই পুনরাবৃত্তি করলেন মুশফিকও, ‘চোটে কারও হাত নেই। এটা খেলার অংশ। কোর্টনি যেটা বলেছে আমরা এখনো শক্তিশালী দল। একজনের ওপর ভিত্তি করে আমাদের দল নয়। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে যারা কাজটা করে দিতে পারে। এই বিশ্বাসটা আমাদের আছে। কোর্টনি যেটা বললেন, ওর জায়গায় যে আসবে তার জন্য বিরাট সুযোগ। যেই আসবে ভালো একটা ফল হবে আশা করি।’ মার্চে নিদাহাস ট্রফিও বাংলাদেশ খেলতে গিয়েছিল সাকিব আল হাসানকে ছাড়া। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া কত দূর যাবে, এই আশঙ্কা থাকলেও টুর্নামেন্টে কিন্তু দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে যাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল সেই মুশফিক প্রতিশ্রুতি দিচ্ছেন আবারও ভালো খেলার, ‘প্রতিটি সিরিজে নতুন নতুন চ্যালেঞ্জ থাকে। চেষ্টা থাকবে সবশেষ যেটা করেছিলাম, সেটা যেন ধরে রাখতে পারি। গত সিরিজে শেষ বাধাটা (ফাইনাল) পেরোতে পারেনি। এবার চেষ্টা থাকবে সেটা যেন জয় করতে পারি। এটা দলীয় খেলা। টি-টোয়েন্টিতে আমরা কম জিতি। এবার চেষ্টা থাকবে ভালো করার।’