শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

মুরলিধরনকে ‘শ্রদ্ধা’ সাকিবের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ৩২৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
এবারের আইপিএলটা সাকিব আল হাসানের জন্য অন্য রকমই। ২০১১ সাল থেকে নিয়মিতই খেলছেন এই টুর্নামেন্টে—প্রতিবারই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। এবার জায়গা বদলে তাঁর স্থান হয়েছে সানরাইজার্স হায়দরাবাদে। নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন পরিবেশ, নতুন সতীর্থ—উপভোগটা যে ভালোই করছেন, সেটা বোঝা যাচ্ছে। সাকিবের উচ্ছ্বাসের মাত্রাটা বোঝা গেল ফেসবুকে নিজের পেজের এক পোস্টেই। স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে একটা ছবি তুলে সেটা তুলে দিয়েছেন সবার জন্য। হায়দরাবাদের বোলিং কোচ এই শ্রীলঙ্কান কিংবদন্তি। অলরাউন্ডার পরিচয় ছাপিয়েও যিনি নিজে একজন ‘স্পিনার’, তাই গুরু হিসেবে মুরালিধরনকে পেয়ে তাঁর উচ্ছ্বসিত হওয়াটাই তো স্বাভাবিক। ছবিটির ক্যাপশন হিসেবে আবেগপ্রবণ কথাবার্তা লেখেননি তিনি। কিন্তু হালের সামাজিক যোগাযোগের মাধ্যমের ভাষায় যা লিখেছেন, সেটিই মুরালিকে নিয়ে সাকিবের মুগ্ধতা প্রকাশে যথেষ্ট। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন কেবল দুটি কথা—‘লিজেন্ড’ ও ‘রেসপেক্ট’।মুরালি নিজেও কিন্তু সাকিবকে নিয়ে আশাবাদী। বলেছেন, ‘সাকিব খুবই ধারাবাহিক একজন বোলার। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবের উপস্থিতি দারুণ কাজে দেবে।’সাকিবের অভিজ্ঞতাকে অমূল্যই মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৩৪৭ উইকেট নেওয়া এই স্পিন-কিংবদন্তি, ‘আমরা যদি আইপিএলের শিরোপা জিততে চাই, তাহলে আমাদের স্পিনার লাগবে। তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলের হয়ে। সাকিব বাংলাদেশের হয়ে বিশ্ব পরিসরে অনেক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছে, সে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছে। সে শেষের ওভারগুলো ও পাওয়ার প্লেতে খুবই ভালো বল করতে পারে।’
নতুন জার্সিতে সাকিবের আইপিএল-মিশন শুরু হচ্ছে আজ। হায়দরাবাদে নিজেদের মাঠে সাকিবের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ