সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী মুন্নি আক্তার। আমার এলাকার ছোট বোন। গতকাল ১৯ আগষ্ট ডিগ্রী ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষা শেষ করে সিএনজি অটো রিক্সা যোগে বাড়ি ফিরছিলো। সুনামগঞ্জ-দিরাই সড়কের নারাইনপুর নামক স্থানে আসতেই সিলেট থেকে দিরাইগামী বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেয় মুন্নিদের বহনকারী সিএনজিকে। মুমূর্ষ মুন্নিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোন ভাবেই মুন্নির এমন মর্মান্তিক অকাল মৃত্যু মেনে নিতে পারছিনা! অনেক ছোট থেকেই চিনি মুন্নিকে। মুন্নির আচার-ব্যবহারে কষ্ট পেয়েছে এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন। সদা হাস্যজ্জল, অমায়িক ব্যবহারের মুন্নি বোনটাকে হারিয়ে এলাকায় চলছে শোকের মাতম। ওর পরিবারকে শান্তনা দেয়ার ভাষা আমার নেই।
চলতি মাসের ২ তারিখে মুন্নি আক্তার আমার ডিজিটাল সেন্টারে এসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করে গেছে। তার স্বপ্ন ছিলো শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করবে। শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা জনগোষ্টীকে আলোর পথ দেখাবে। মুন্নির সে স্বপ্ন পূরণ হয়নি।
বর্তমানে প্রায় প্রতিদিনই এমন প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। একের পর এক সড়ক দুর্ঘটনায় দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর পাশাপাশি অনেকে হচ্ছেন পঙ্গুও। তবে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও এখনও ঘুমিয়ে আছে দায়িত্বে থাকা দপ্তরগুলো।
সরকারের উচ্চ মহলের কাছে জোর দাবি জানাচ্ছি- যতদ্রুত সম্ভব ঘাতক বাস ড্রাইভারকে গ্রেফতার করে ফাঁসির আওতায় আনা হোক। ফাঁসিরমতো দৃষ্টান্তমুলক শাস্তি হলে হয়তো কমে আসবে মুন্নিদের অমন মর্মান্তিক মৃত্যু! রাস্তায় আর পড়ে থাকবেনা মুন্নিদের নিতর দেহ! মুন্নিদের হারানোর শোকে কাঁতর হবেনা তাদের পরিবার।
লেখক: মনোয়ার হোসেন হিমেল, তার ফেইসবুক থেকে সংগৃহীত।