শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যেতে হবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৩৪৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই দেশকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা দেশ পরিচালনা করছে। মুক্তিযোদ্ধাদের ভাতা ও চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা চালুকরণসহ সকল ধরনের সহযোগিতা করছে। আমরা তাদের গভীর শ্রদ্ধা জানাই। তাদের প্রতি আমাদের অজস্র শ্রদ্ধা।

সুনামগঞ্জ -৩ আসনের এ সাংসদ আরও বলেন, স্বাধীনতা অর্জনে আত্মত‌্যাগ দানকারীকের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক উন্নয়ন ঘটিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে হবে। এজন্য সবাই কে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এমএ মান্নান আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু ৭১ এর পরাজিত শক্তি এখনো দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে নসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে। এদের রুখতে হবে।

মন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু জিপিএ-৫ কিংবা গ্রেড পেলেই চলবে না। সুশিক্ষা অর্জনের মাধ‌্যমে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হবে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শ্রীরামসি গণহত্যা দিবস উপলক্ষে শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি প্রভাষক জুয়েল আহমদ নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজের অধ‌্যক্ষ হাজের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।

পরে আমন্ত্রিত অতিথি স্মৃতি সংসদের আয়োজনে মেধা বৃত্তি প্রতিযোগিদের মধ‌্যে পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠানস্থলে গিয়ে শহিদের স্মরণে স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন এবং অনুষ্ঠানের শুরুতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ