মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩১২ বার

আন্তর্জাতিক ডেস্ক::
মিসরের রাজধানী কায়রোতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন।
বুধবার কায়রোর প্রধান রেলস্টেশন রামেসিসে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার কারণে ইতিমধ্যে পদত্যাগ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত।
রামেসিস স্টেশনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতিপথ আটকে দেয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগবিতণ্ডয় জড়িয়ে পড়েন।
এ সময় ওই দুই ট্রেনের মধ্যে একটি ট্রেন তখনও চালু ছিল। সেই চালু থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে জোরালো বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ ঘটনায় স্টেশনে অবস্থানরত লোকজন বেশি হতাহত হন।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পাশাপাশি দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দেন তিনি। এ ছাড়া এর সঙ্গে জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ