দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
মিরপুরের পল্লবীতে একটি বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের এক বাড়িতে এ দুর্ঘটনার পর ওই পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় বলে পল্লবী থানার ওসি দাদন ফকির জানান।
দগ্ধরা হলেন- ভবনের মালিক ইয়াকুব আলী (৭০),তার স্ত্রী হাসিন আরা খানম (৬০),তাদের আত্মীয় ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের তিন বছরের মেয়ে রুহি এবং ওই বাড়ির কেয়ারটেকার হাসান (৩২)। বার্ন ইউনিটের সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।”
পুলিশ জানায়, ওই বাসার নিচতলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য সকালে ঢাকনা খোলেন হাসান। ও্ পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন।
মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান জানান, ট্যাংক পরিষ্কার করার আগে গ্যাস জমে আছে কি না তা পরীক্ষা করতে কাগজে আগুন ধরিয়ে ভেতরে ফেলেন হাসান। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটলে আশপাশে থাকা পাঁচজন দগ্ধ হন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আহতদের হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।