স্পোর্টস ডেস্কঃ করোনাকালে সুখবর নেই বললেই চলে। স্বজনহারার ঘটনা এখন নিয়মিত। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ সবচাইতে বেশি আপনজন হারিয়েছেন। রবিবার মাকে হারিয়েছেন গত মার্চে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া সিলেটের এই ক্রিকেটার। নাসুম আহমেদের মায়ের মৃত্যুর দুঃসংবাদের খবর জানিয়ে ফেসবুকে শোক জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য নজর কাড়েন। ১৩ ম্যাচে ওভারপ্রতি ৭.২৬ খরচায় শিকার করেন ৬ উইকেট।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নাসুম বেশ পরিচিত নাম। সিলেট বিভাগের এ স্পিনার খেলেছেন জাতীয় বয়সভিত্তিক দলেও। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের।