মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহ কেমন অধিনায়ক, দেখতে চান কোচ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ২২৫ বার

স্পোর্টস ডেস্ক::
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেখেছেন, দেখেছেন সাকিব আল হাসানকেও। এবার মাহমুদউল্লাহ রিয়াদ কেমন অধিনায়ক, সেটি দেখতে চান বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। নতুন এই অধিনায়ককে টেস্ট ফরমেটে দেখতে মুখিয়ে আছেন তিনি।
৩ নভেম্বর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরু। এরপর আরও একটি টেস্ট খেলবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই দুই টেস্টেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ, যার সঙ্গে প্রথমবারের মতো জুটি গড়তে যাচ্ছেন মাস ছয়েক আগে কোচের দায়িত্ব নেয়া রোডস।
নতুন অধিনায়ক, নতুন ভাবনা। মাহমুদউল্লাহর সঙ্গে কেমন জুটি আশা করছেন রোডস? টাইগার অধিনায়ক আগে বললেন, দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানকে নিয়ে। তারপর আসলেন মাহমুদউল্লাহর প্রসঙ্গে।
বাংলাদেশ দলের দুই অধিনায়ক নিয়ে রোডস বলেন, ‘এখন পর্যন্ত সাকিবকে আমার বুদ্ধিমান অধিনায়ক মনে হয়েছে। কৌশলগত দিক থেকে আমার সঙ্গে কাজ করা সেরা অধিনায়ক সে। তার দারুণ কিছু শক্তিমত্তার জায়গা আছে, আমি যতটুকু জানতে পেরেছি। আর ম্যাশ (মাশরাফি) এমন একজন মানুষ যার সঙ্গে কাজ করতে পারা দারুণ। সে সাকিব থেকে আলাদা। সে অনেক বেশি আবেগ এবং গর্বের জন্য খেলে। এমন নয় যে সাকিব এটার জন্য খেলে না। তবে মাশরাফি সেটা প্রকাশ করে। সে খেলোয়াড়দের কাছ থেকে অনেক বেশি আশা করে এবং অনেক বেশি বেরও করে নিতে পারে। সে যোদ্ধা এবং দলের নেতা।’
এবার আসছেন আরেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে মানিয়ে নেয়া নিয়ে কোচ রোডস বলেন, ‘এখন মাহমুদউল্লাহ নতুন অধিনায়ক, তৃতীয়জন। দল নির্বাচন নিয়ে আমাদের অল্প কথা হয়েছে। রিয়াদের সঙ্গে আরেকবার বসব, সঙ্গে থাকবেন অ্যানালিস্ট।’
নতুন অধিনায়কের সঙ্গে তার কৌশলের ধরণেরও পরিবর্তন আসবে জানিয়ে টাইগার কোচ বলেন, ‘এটা আমার ম্যানেজম্যান্ট স্কিল আর বুদ্ধিমত্তার পরীক্ষা। আশা করছি, তার সঙ্গে মানিয়ে নিতে পারব। এটা চ্যালেঞ্জিং, তবে করতে হবে। আমি একজন পেশাদার কোচ। যদি একেকজনের ধরণের সঙ্গে মানিয়ে নিতে না পারি, তবে তো ঠিকভাবে কাজ করতে পারব না। তারা সবাই আলাদা। আপনি কখনই একভাবে সবাইকে কোচিং করাতে পারবেন না। মানুষ বুঝে কাজের ধরণ পাল্টাতে হয়, কারণ তারা প্রত্যেকেই আলাদা ধরণের।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ