রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

মার্সেলোর চোটের কারণ বিছানার তোশক!

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৩৭৭ বার

স্পোর্টস ডেস্ক::
মার্সেলোর পিঠে ব্যথার সঙ্গে হোটেলের তোশকের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার
ব্রাজিল দলের অন্যতম ভরসার নাম মার্সেলো। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের মাথায় পিঠের ব্যথায় মাঠ ছাড়েন তিনি। তাঁর মাঠ ছাড়া নিয়ে চিন্তিত ছিলেন সবাই। ব্রাজিল দলের চিকিৎসকের ধারণা, হোটেলের তোশকের কারণেই মার্সেলোর এই পিঠের ব্যথা। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্রাজিলের এই লেফটব্যাক এখন সুস্থ।
নেইমারদের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, সমস্যাটা আসলে কোথায়। তবে চোটের সঙ্গে হোটেলের তোশকের একটা সম্পর্ক থাকতে পারে। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেই মার্সেলো সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশা করছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদের এই তারকার সুস্থ হয়ে ওঠার জন্য ঘুমটা এখন খুব গুরুত্বপূর্ণ।

লাসমার জানিয়েছেন, ব্যথার কারণ সমন্ধে নিশ্চিত হতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। গত ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিং চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে ৩ ম্যাচ খেলতে পারেননি মার্সেলো। যদিও লাসমার মনে করেন, সেরকম কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটার শঙ্কা নেই। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মার্সেলোর মারাত্মক কোনো চোট নেই। সে পেশিতে ব্যথা অনুভব করছে। অনুশীলনে ভালো অনুভব করলেই সে মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়ে উঠবে।

সার্বিয়ার বিপক্ষে মার্সেলোর বদলি হিসেবে মাঠে নামা ফিলিপে লুইস ভালো খেললেও ব্রাজিল ভক্তরা একটি ম্যাচেও রিয়াল তারকার অনুপস্থিতি চাইবেন না। যিনি একই সঙ্গে রক্ষণও সামলান আর আক্রমণেও সহায়তা করেন, তাঁকে কোন দল হারাতে চায়!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ