রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

মার্কসবাদ কেনো আজও প্রাসঙ্গিক!

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৬৭৮ বার

সুলেমান কবির:
আগামীকাল শনিবার মহাত্মা কার্ল মার্কসের জন্মদিন। দেশের অনেক স্থানেই বেশ আয়োজন করে তাঁর জন্মদিন পালন করা হবে। যদিও হালের কি অর্থনীতি কি রাজনীতি সবদিক দিয়েই যখন মার্কসীয় দর্শন ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে ঠিক তেমনি আমাদের দেশে মার্কসবাদ নিয়ে নানারকম ভ্রান্ত ধারণাও প্রচলিত আছে। মার্কসবাদ কী? এটা জানার আগেই মার্কসীয় দর্শন ও রাজনীতির ওপর কতকগুলো
দোষারোপ করা হয়। এর অন্যতম কারন মার্কসীয় দর্শন একটি বৈজ্ঞানিক দর্শন আর এই বৈজ্ঞানিক দর্শন সম্পর্কে সুষ্ঠু জ্ঞান ও ধারণা না থাকা। মার্কসবাদ বলতে সাধারণত আমরা বুঝি যে, এ এক বিশেষ ধরণের রাজনীতি বা অর্থনৈতিক সূত্রাবলি। যদিও অর্থনীতি এবং রাজনীতি মার্কসবাদের অন্তর্ভুক্ত, তবুও এগুলো শুধু মার্কসবাদের অংশবিশেষ। মূলত মার্কসবাদ একটি দর্শন। তার মাহাত্ম হলো,তা সঙ্কীর্ণ, বদ্ধ আদর্শ বা চিন্তাধারা নয় বরং তা বহির্মুখী এক বিশেষ প্রণালী। যা মানব ইতিহাসের অর্থনৈতিক বিশ্লেষণ ও বিবরণ বস্তুতান্ত্রিক উপায়ে টেনে আনে যা শতভাগ বিজ্ঞানভিত্তিক এবং এটা একটা চলমান প্রক্রিয়া। মনে রাখবেন, মার্কসবাদ, শুধু অর্থনীতি, শুধু রাজনীতি অথবা শুধু দর্শন কিংবা ইতিহাসের বিবরণ নয়। মানুষের জীবন ও জগতের
সবকিছু নিয়েই মার্কসবাদ;সমাজকে ক্রমাগত উন্নততর ও সভ্যতর অবস্থায় নিয়ে যাবার এক প্রধান হাতিয়ার। মার্কসবাদ মানুষকে নতুন করে তার সমাজ, তার সংস্কৃতিকে গড়ে তুলতে এবং তার জন্মগত বেঁচে থাকার অধিকার ও সুখে থাকার সুযোগ পেতে সাহায্য করে এবং অনুপ্রেরণা দেয়। সারকথা:মার্কসবাদ মানুষের জীবনেরই দর্শন। প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার দার্শনিক ভিত্তি যতদিন অটুট থাকবে,যে দর্শনের মূল হলো দেশ বা জাতি বা অন্য কোনো অলৌকিক বা অপ্রাকৃতিক উপায়, ততদিন মানুষের মনে এ বিশ্বাস, এ সংকল্প আসবে না যে; সে নিজেই তার ভাগ্যবিধাতা এবং ইচ্ছেমত সে তার জীবন
এবং সঙ্গে সঙ্গে সমাজকে পরিবর্তন করতে পারে। আর মার্কসবাদ মানুষকে সেই দর্শনে উৎসাহীত করে যা তার জন্য প্রয়োজন,যা প্রচলিত সমাজের দর্শনের পরিবর্তে যুক্তিবাদী এবং বৈজ্ঞানিক দর্শন
প্রতিষ্ঠা করা-যা অতিপ্রাকৃতিক, কাল্পনিক সব দূর করবে। এই সব মিলিয়েই মার্কসবাদ। আর এখানেই মার্কসবাদ সেরা ও অনন্য।

লেখক, প্রভাষক:বিশ্বনাথ ডিগ্রি কলেজ,সিলেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ