বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

মাঝ আকাশে পাইলটের দেহে করোনা শনাক্ত, ফিরে এল বিমান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৬২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
পাইলটের দেহে করোনা শনাক্তের খবর জানার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার দিল্লি থেকে মস্কোগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিকে ফিরিয়ে আনা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে মিশন ‘বন্দে ভারত’ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
এ দিন সকাল ৭টায় রাশিয়ায় আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে দিল্লি থেকে মস্কোর উদ্দেশে রওয়ানা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এয়ারবাস (এ৩২০এনইও)। বিমান যখন মাঝপথে, তখন কর্তৃপক্ষ জানতে পারে ওই বিমানের চালক করোনা আক্রান্ত।
এমন খবরে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। তড়িঘড়ি করে বিমানচালককে দিল্লি ফিরে আসার জন্য নির্দেশ দেয়া হয়। শেষ পর্যন্ত সাড়ে ১২টার দিকে দিল্লিতে ফিরে আসে বিমানটি।
বিমানটি ফিরিয়ে আনার পর শুরু হয়েছে বিতর্ক। কোন পর্যায়ে গাফিলতির কারণে এ ঘটনা ঘটল, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
এমন ঘটনাকে প্রাথমিকভাবে গাফিলতি বলেই মনে করছে ডিজিসিএ। ডিজিসিএর মতে, পাইলট করোনা আক্রান্ত হলে তার বিমানে থাকার কথাই নয়। তা সত্ত্বেও তাকে কীভাবে বিমান চালানোর দায়িত্ব দেয়া হল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ওই সংস্থাটি।
জানানো হয়েছে, আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে অন্য একটি বিমান পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ