বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

মাওলানা ফজলুর রহমানের সঙ্গে ইমরান খানের আলোচনার প্রস্তাব

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ২১৫ বার

আন্তর্জাতিক ডেস্কঃ
সরকার পতনের দাবিতে আন্দোলনরত জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জমিয়তের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার পাকিস্তানের মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান এ ইঙ্গিত দিয়েছেন বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে।
সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, মন্ত্রীসভার বৈঠকে সাম্প্রতিক চীন সফর এবং ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শেষে মন্ত্রীসভার সদস্যরা ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে আজাদী মার্চের বিষয়ে ইমরান খানের মনোভাব জানতে চান।
জমিয়তের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো কমিটি করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনই কমিটি বানানোর কোনো প্রয়োজন নেই। তবে আলোচনার দরজা খোলা রয়েছে। আর কেউ যদি আলোচনায় বসতে চায়, তাহলে আমরা নিষেদকরব না।
এর আগে কেন্দ্রীয় ধর্মমন্ত্রী পীর নুরুল হককে জমিয়তের সঙ্গে আলোচনার দায়িত্ব দেয়া হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়িয়েছিল। যদিও পরে তিনি তা অস্বীকার করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ