বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

মহাকাশ বিজ্ঞানীদের শ্রদ্ধা জানালেন সোনাক্ষী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২১৮ বার

বিনোদন ডেস্কঃ  
ভারতের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে, তাতে কী? অক্ষয়দের মঙ্গল অভিযান তো সফল! কেবল ভারতেই ছবিটি আয় করেছে ১৯৩ দশমিক ১৪ কোটি রুপি। আর ফ্লপ হতে হতে এই ছবির মধ্য দিয়েই একটি সুপারহিট ছবির অভিনেত্রী হতে পারলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা।
মিশন মঙ্গল-এর দলটির সঙ্গে কাজ করে ভীষণ আপ্লুত সোনাক্ষী। তিনি মনে করেন ছবিটি সফল হওয়ার অন্যতম কারণ, এখানে দেশের একটি বড় সাফল্য তুলে ধরা হয়েছে। তা ছাড়া এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নুদের মতো তারকা অভিনয়শিল্পীরা।
মিশন মঙ্গল ছবির সাফল্যের জন্য মহাকাশ বিজ্ঞানীদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি, যাঁদের কারণে মানুষের চাঁদ ও মঙ্গলে যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। তিনি বলেন, ‘যে বিজ্ঞানীদের অক্লান্ত শ্রমের ফসল এই অভিযানগুলো, তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।’
২০১০ সালে সালমান খানের সঙ্গে দাবাং ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী। এরপর থেকে তাঁর নামই হয়ে গেল দাবাং গার্ল। এ বছরই মুক্তি পাচ্ছে ছবির তৃতীয় কিস্তি দাবাং থ্রি। তবে বহু প্রতীক্ষার পর মিশন মঙ্গল-এর মধ্য দিয়ে সাফল্যের দেখা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। যদিও আমার কিছু ছবি ব্যবসাসফল হয়নি, তাই বলে আমি যে খারাপ অভিনয় করেছি তা নয়। আমি যদি খারাপ অভিনয় করতাম, লোকে আমাকে পরের ছবিগুলো করতে ডাকত না।’
দাবাং থ্রির পর সোনাক্ষীকে আবারও দেখা যাবে অজয় দেবগনের বিপরীতে ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া ছবিতে। শিগগিরই একটি জীবনীচিত্রেও কাজ করার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ