রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধ সম্ভব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৪১৩ বার

ডা. তাসমিন আরা

বিশ্বে প্রতি ৯ জনে ১ জন ক্যান্সারে আক্রান্ত। ১২ বছর পর এর ভয়াবহতা আরও বাড়বে। তখন প্রতি ৩ জনে ১ জন ক্যান্সারে আক্রান্ত হবে।
ক্যান্সার থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হয়ে জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করতে হবে। কারণ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এ রোগের দ্রুত শনাক্ত ও আরোগ্য লাভ সহজ হয়ে আসছে।
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তাসমিন আরা রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন। শুক্রবার বিকালে সেগুনবাগিচায় প্রফেসর আখতার ইমাম মিলনায়তনে ‘ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।
নারী ঐক্য পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফুন নেসা খান। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাহমুদা ইমাম, যুগ্ম সম্পাদক বিনা শিকদার, কোষাধ্যক্ষ আসিফা খানম, সাংগঠনিক সম্পাদক সেলিমা হক, প্রচার সম্পাদক মোহসেনা খন্দকার, নির্বাহী সদস্য তাসমিনা রেজা, ফাতেমা রহমানী, সদস্য নিলুফার বানু, শাহানা ফেরদৌসী লাকী, নাজমা আক্তার শিরীন, অ্যাডভোকেট তাহমিনা সুলতানা প্রমুখ।
অধ্যাপক তাসমিন আরা বলেন, তামাক, ধূমপান, মাদক, ফাস্টফুড, জাস্কফুড, কোমল পানীয়, এনার্জি ড্রিংকস, মোড়কজাত কেমিক্যাল জুস, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও তেলে ভাজা খাবার এবং ভেজাল ও কেমিক্যাল সংমিশ্রণে তৈরি খাদ্যসামগ্রীর কারণে ক্যান্সার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এসব খাদ্য বর্জন ও নিয়মিত ব্যায়াম করলে মরণ ব্যাধি ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ