মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

মন যা চায়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৩৪ বার

বিনোদন ডেস্কঃ  
মারমার–কাটকাট চলছে শ্রদ্ধা কাপুর ও বাহুবলীখ্যাত প্রভাস অভিনীত ছবি ‘সাহো’। অক্ষয় কুমারের মিশন মঙ্গল আর শহিদ কাপুরের কবির সিংকে পেছনে ফেলে বক্স অফিসের চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে ছবিটি।
ছবির কাটতি ভালো। ফলে নায়িকাকে ছুটতে হচ্ছে নানা অনুষ্ঠানে। কপিল শর্মার টিভি অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানালেন, সিনেমায় নাম লেখাবেন বলে পড়ালেখাই ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। বোস্টন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন তিনি। পড়ালেখা করেছিলেন মাত্র এক বছর। তারপর? শ্রদ্ধা বললেন, ‘শুরুতে ভেবেছিলাম, পড়ালেখা শেষ করি, তারপর সিনেমায় নামব। পরে দেখলাম, আমি খুব কাঙ্ক্ষিত হয়ে গেছি। একটার পর একটা প্রস্তাব আসছে তো আসছেই। সেগুলো অবশ্য সিনেমার নয়, অডিশনের। মনে হলো, এত অডিশন দিলে পড়ব কখন! পড়ালেখাটা তাহলে ছেড়েই দিই।’
নিজের জীবনের এমন ঘটনা থেকে ভক্তদের কী বার্তা দিচ্ছেন শ্রদ্ধা? পরামর্শ দিতে বললে কী বলবেন তিনি? পড়ালেখা ছেড়ে সিনেমায় নেমে যেতে? শ্রদ্ধা বললেন, ‘আমাকে অনুসরণ করে পড়ালেখা ছেড়ে দেওয়া যাবে না। এমনকি অন্য কোনো লোভে পড়েও না। তবে হ্যাঁ, মন যা চায়, সেটাই করবে।’
সাহো চলমান, এরই মধ্যে শ্রদ্ধা কাপুর প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবি ছিছোর মুক্তির। ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে। ইন্ডিয়া টুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ