এম এ মোতালিব ভুইয়াঃ দুই উপজেলায় মনোনয়নপত্র দাখিল করলেন সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজান চৌধুরী। সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন দুটো উপজেলা সদরের নেতাকর্মীদের নিয়ে। আজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রথম ছাতকে ও পরে দোয়ারাবাজারে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দুই উপজেলার বিএনপির শীর্ষ নেতারাসহ তৃণমূলের কর্মী সমর্থকেরা ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের আগে দুপুরে ছাতকে লাকী কমিউনিটি সেন্টারকে নির্বাচনী কার্যালয় স্থাপনে সর্বসম্মত সিদ্ধান্ত হওয়ায় সেখানে নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করেন মিজান চৌধুরী। এ সময় নির্বাচনী এলাকার দুই উপজেলার হাজারখানেক নেতাকর্মীরা অংশ নেন। বেলা তিনটায় নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফছারীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আধাঘন্টা পর দোয়ারাবাজারের নেতাকর্মীদের নিয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ইউএনও কাজী মহুয়া মমতাজের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনী এলাকার দুটো উপজেলায় মনোনয়নপত্র দাখিলকালে মিজান চৌধুরীর সঙ্গে নির্বাচনী আচরণবিধি মোতাবেক লোক উপস্থিতি ছিল। মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়ায় মিজান চৌধুরীর সাথে ছিলেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলার সাবেক সহসভাপতি তকদ্দুছ আলী পীর, বিএনপি নেতা শাহজাহান মাস্টার, দোয়ারাবাজার বিএনপির যুগ্ম আহবায়ক (প্রথম) আবদুল মালিক মাস্টার, বিএনপি নেতা হেলাল মিয়া, খুরশেদ আলম, সাবেক চেয়ারম্যান নজরুল হক, সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী তালুকদার, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদুর রহমানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিলের পর দুই উপজেলায় মতবিনিময় ও গণসংযোগ করেন মিজান চৌধুরী। মতবিনিময়ে তিনি বর্তমান সময় দেশ ও গণতন্ত্রের জন্য কঠিন এক সময় অভিহিত করেন বলেন, ‘ভোটবিপ্লব ছাড়া আর আমাদের সামনে কোনো পথ খোলা নেই। ফরমায়েশি রায়ে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং দেশজুড়ে জাতীয়তাবাদী চেতনার নেতাকর্মীসমর্থকদের জন্য সুন্দর দেশ উপহার দিতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’