বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে আরও দেড় হাজার মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৪৪৯ বার

আন্তর্জাতিক ডেস্কঃ 
ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও দেড় হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘প্রতিরক্ষামূলক’ কাজে এসব সেনা পাঠানো হচ্ছে বলে শুক্রবার ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, এই দেড় হাজার সেনার মধ্যে এরইমধ্যে ৬০০ সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং বাকি ৯০০ সেনা নতুন করে ওই অঞ্চলে যাচ্ছে।
এসব সেনার সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং গোয়েন্দা বিমান পাঠানো হচ্ছে।
অথচ নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন করে রাখার জন্য তার পূর্বসূরি প্রেসিডেন্টদের তীব্র সমালোচনা করেছিলেন।
সে মসয় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। এর আগেও তিনি একাধিকার ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দান ও নাশকতামূলক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ