দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনু (৩০) একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাতে বিমানবন্দর সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে বুধবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় মজনুকে সেখানে নেওয়া হয়। এরপর তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম বলেন, ‘আজ ভোরে শেওড়া রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তার বাবা মৃত মাহফুজুর রহমান।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু স্বীকার করেছে যে, সে প্রতিবন্ধী নারী ও ভিক্ষুকদের ধর্ষণ করতো।’
মজনুকে একজন সিরিয়াল রেপিস্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সে খর্বকায়। তার চুল কোঁকড়া এবং তার সামনের দুটি দাঁত ভাঙা।’
‘সে ভিকটিমকে বারবার মেরে ফেলার হুমকি দিয়েছিলো’, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা মজনুর স্ত্রী মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। এরপর ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। সে একজন মাদকসেবী।’