মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী, বহু হতাহতের শঙ্কা!

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২২৬ বার

অনলাইন ডেস্কঃ  পর পর দুটি বড় বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত।

মঙ্গলবার সন্ধ্যার পরে রাজধানীর বন্দর এলাকায় ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি।

হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণটি কী কারণে ঘটেছে, তা এখনও স্পষ্টভাবে বলা না গেলেও ঘটনাস্থলে আতশবাজি থাকায় আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আতশবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

তবে লেবাননের রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলছে, বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে।

এদিকে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, মঙ্গলবার রাতের এই বিস্ফোরণে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতিমধ্যে বিস্ফোরণের ভিডিওচিত্র লেবাননের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েছে।

সেখানে দেখা গেছে, সেন্ট্রাল বৈরুতের আকাশে ধোঁয়ার লাল কুণ্ডুলী। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেন্ট্রাল বৈরুতের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে বাসিন্দারা ভেবেছিল ভূমিকম্প হয়েছে। মানুষজন চিৎকার, ছুটোছুটি করেছে। বাসিন্দাদের তোলা ভিডিও এবং ছবিতে শহর জুড়ে ভবনগুলোর দরজা ও জানালার গ্লাস ভেঙ্গে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

ডয়েচে ভেলের সৌজন্যে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ