সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

ভোটের মাঠে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে তৎপরতা বেড়েছে র‍্যাবের

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৮ বার
স্টাফ রিপোর্টার::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জসহ সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব ফোর্সেস গত ২৯ ডিসেম্বর থেকে ১০ই  জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, চেকপোস্ট সুনামগঞ্জের পাঁচটি আসনে র‍্যাব ০৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ এর দুটিসহ মোট ১১টি টহল দিনে এবং রাতে  সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।
সুনামগঞ্জ র‌্যাব-০৯ জানিয়েছে, নির্বাচনে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। একইভাবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১১টি টহল টিম মোতায়েন করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা রক্ষার্থে ক্লান্তিহীনভাবে কাজ করছে র‍্যাব-৯ সুনামগঞ্জ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ