দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
ভোক্তার অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করতে গিয়ে দেশজুড়ে আলোচনায় আসা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত দুদিন ধরে জ্বর অনুভব করায় আজ বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে নমুনা পরীক্ষা দিয়ে আসেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ। মনজুর মোহাম্মদ শাহরিয়ার কালের কণ্ঠকে জানান, গত সোমবার অভিযান পরিচালনার সময় হঠাৎ গলা ব্যথা শুরু হয়। মঙ্গলবার থেকে শুরু হয় জ্বর।
করোনার উপসর্গের কথা চিন্তা করে আজ সকালে স্কয়ার হাসপাতালে গিয় নমুনা পরীক্ষা দিয়ে আসি। সন্ধ্যায় জানানো হয়েছে, আমি করোনা পজিটিভ। সবার কাছে দোয়া চাই। যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। মনজুর শাহরিয়ার এখন বাসায় আছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর পরামর্শে ওষুধ খাচ্ছেন।
সুত্রঃ কালের কন্ঠ