সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ভেনিজুয়েলা থেকে ২০ টন স্বর্ণ রাশিয়া পাচারের অভিযোগ!

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
ভেনিজুয়েলার ২০ টন স্বর্ণ রাশিয়া নিয়ে গেছে বলে দাবি করেছেন ভেনিজুয়েলার বিরোধী দলের সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক সদস্য জোস গুয়েরা।
তিনি জানান, তার কাছে তথ্য রয়েছে ২০ টন স্বর্ণ বিমানে নেয়া হয়েছে। এটিকে ভুয়া সংবাদ হিসেবে আখ্যায়িত করে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, সাধারণ জনগণের কাছে এটি গুজব ছড়ানো হয়েছে। খবর দ্যা ডেইলি টেলিগ্রাফের।
এছাড়া পশ্চিমা সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই গুজব প্রসার হয়েছিল গণমাধ্যমের কারণে। এতে দাবি করা হয়েছিল, রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইন্সের ৪০০ যাত্রী বহনে সক্ষম রহস্যজনক বোয়িং ৭৭৭ বিমানটি মস্কো থেকে উড্ডয়নের পর একটি কারাকাসের একটি বিমানবন্দরে যায়।
ভ্লাদিমির পুতিনের মুখপাত্র জোর দিয়ে বলেন, ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তৃতীয় দেশ হস্তক্ষেপ করতে পারে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ