বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

ভূমধ্যসাগর থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ শরণার্থী উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৫১২ বার

আন্তর্জাতিক ডেস্কঃ 
লিবিয়া উপকূলে ভূমধ্যসাগর থেকে গত বৃহস্পতিবার ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী।
ইউরোপগামী তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। লিবিয়ার নৌবাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর দ্যা স্টার ও দ্য ওয়াশিংটন পোস্টের।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুইটি পৃথক অভিযানে দেশটির নৌবাহিনী ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করে।
লিবিয়ার নৌবাহিনীকে বৃহস্পতিবার সাগরে তিনটি নৌকা অকোজে হয়ে পড়ার খবর জানায় জার্মানির একটি দাতব্য সংস্থা।
ওই দিনই লিবিয়ার কোষ্টগার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে বলা হয়, নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে বেড়াচ্ছেন।
প্রথম নৌকাটিতে ১৪ জন বাংলাদেশীসহ ৮৭ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ছয়জন নারী এবং একজন শিশু রয়েছেন।
অন্যদিকে লিবিয়ার কোষ্টগার্ড ভূমধ্যসাগরে ভাসমান আরো দুইটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়।
এতে বলা হয়, ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জলিতিন শহরের উপকূলে দুইটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই আরব ও অফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ