দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার অবর্তমানে দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫.(১)-এর (গ) ধারায় বলা হয়েছে, সাধারণ সম্পাদক কার্য উপলক্ষে অনুপস্থিত থাকিলে অনুপস্থিতকালের জন্য তার সমস্ত কার্য ও দায়িত্ব পালনের ভার নামের ক্রমানুসারে যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর এবং যুগ্ম সাধারণ সম্পাদকগণ অনুপস্থিত থাকলে তাহাদের দায়িত্ব ক্রমানুসারে বিভাগীয় সম্পাদকদের ওপর ন্যস্ত থাকিবে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের পদ পদবীর নামের ক্রমানুসারে ৪ জনের মধ্যে এক নম্বরে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। নামের ক্রমানুসারে ১. যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ২. ডা. দীপু মনি, ৩. জাহাঙ্গির কবির নানক, ৪. আব্দুর রহমান।
এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যেহেতু দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। তাই আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের পদটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পালন করবেন। তবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এখনও এ বিষয়ে কোনো আলাপ হয়নি। আলাপ করার পরেই এটি জানানো হবে।