মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৬০৯৭৫, মৃত্যু ৮৪৮

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২১৬ বার

অনলাইন ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কমার যেন কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৬০ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা শনাক্তে হয়েছে। এ নিয়ে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জন।

এই সময়ের মধ্যে আরও ৮৪৮ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে মৃত্যু হলো ৫৮ হাজার ৩৯০ জনের।

এছাড়া সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৬৬ হাজার ৫৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট ২৪ লাখ ৫ হাজার ৫৮৫ রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনা মহামারীর কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ ভারত। তবে গত ৪ আগস্ট থেকে দৈনিক করোনা শনাক্তের বিচারে বিশ্বের মধ্যে শীর্ষে চলে এসেছে দেশটি।

মোট করোনা সংক্রমণের বেশিরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা হিসাবেও শীর্ষে রয়েছে এই পাঁচ রাজ্যই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ