বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

ভারতে মহিষের শিংয়ে লাগল ১৬ লাখ টাকার তেল!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ২৬০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ  
ভারতের বিহার রাজ্যে আশির দশকের একটি পশুখাদ্য মামলায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য।
রাজ্যের বিধানসভার বাদল অধিবেশনে এক্সেস এক্সপেন্ডিচার অ্যাপ্রোপ্রিয়েশন বিল-২০১৯ নিয়ে আলোচনায় এসব তুলে ধরেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি।
এতে উঠে আসে পশুখাদ্য কেলেঙ্কারির কথাও। চমকপ্রদ উপায়ে সরকারি কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছিল বলে এতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ১৯৯০ সাল থেকে ‘৯৬ পর্যন্ত ছয় বছরে মহিষের শিং পালিশ করার জন্য কেনা হয়েছিল ৪৯ হাজার ৯৫০ লিটার সরিষার তেল। এর জন্য বিহার সরকারকে গুনতে হয়েছে ১৬ লাখ টাকা!
সেই সময় হটওয়ার্ক মিল্ক সাপ্লাই কাম ডেইরি ফার্মের ম্যানেজার জ্যানুয়েল ভেঙ্গরাজ ভুয়া বিল দেখিয়ে ওই টাকা হাতিয়ে নিয়েছিলেন। দুর্নীতিতে অনেক আমলা ও রাজনৈতিক নেতাও জড়িত ছিলেন।
বিলে বলা হয়, অবিভক্ত বিহারের রাঁচি, চাইবাসা, দুমকা, জামশেদপুর, গুমলা ও পাটনা জেলায় ৯৫৯টি ভেড়া, পাঁচ হাজার ৬৬৪টি শূকর, ৪০ হাজার ৫০৪টি মুরগি ও এক হাজার ৫৭৭টি ছাগলের জন্য কেনা হয়েছিল ২৫৩ কোটি ৩৩ লাখ টাকার পশুখাদ্য।
অথচ প্রয়োজন ছিল মাত্র ১০ কোটি ৫৩ লাখ টাকার খাবার। সাধারণ নিয়মানুযায়ী, দুধ ও মাংস পাওয়া যায় এমন প্রাণীদের খাবারে ১০ শতাংশ হলুদ ভুট্টা মেশানোর দরকার ছিল।
আর তার খরচ দেখানো হয়েছে ১৫৪ কোটি ৭২ লাখ টাকা। ওই টাকায় প্রয়োজনের তুলনায় ১১৫ শতাংশ বেশি হলুদ ভুট্টা কেনা যেত।
এ ছাড়া পশুখাদ্যে ১৫ শতাংশ আমন্ড খৈল মেশানোর কথা। তার খরচ দেখানো হয়েছে সাত কোটি ৬৯ লাখ টাকা। এই টাকায় প্রয়োজনের থেকে ৩৩ গুণ বেশি আমন্ড খৈল কেনা যেত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ