বিনোদন ডেস্কঃ
এটা নতুন কোনো কথা নয় যে ভারতীয় ছবিতে কাজ করছেন বাংলাদেশের নায়িকারা। প্রায় হাফ ডজন নায়িকা আছেন এই তালিকায়। দিন দিন ভারতের ছবিতে তাঁদের কাজের পরিমাণ বাড়ছে। সেখানে পরিচিতও বাড়ছে এসব ঢাকার অভিনয়শিল্পীর।
জয়া আহসান তো কলকাতার ছবিতে পাকাপোক্ত আসন গেড়েই নিয়েছেন। সেখানে দারুণ জনপ্রিয় জয়া। একের পর এক কলকাতার ছবিতে কাজ করে যাচ্ছেন তিনি। এগিয়ে গেছেন নুসরাত ফারিয়াও। এ ছাড়া ববি, অপু বিশ্বাস, আইরিনসহ অনেকই কলকাতার ছবিতে কাজ করছেন। কলকাতার বাইরে তেলেগু ছবিতে কাজ করছেন বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তা।
এসব তারকার কেউ কেউ বলছেন, ভারতের ছবিতে কাজের চাহিদার কারণে তাঁদের কাজের সুযোগ হচ্ছে, আবার কেউ কেউ বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না। ভারতে চলচ্চিত্রে অভিনয় করার জায়গা ও সুযোগ অনেক হওয়ার কারণে বাংলাদেশের শিল্পীদের কাজের সুযোগ তৈরি হচ্ছে।
বেশ কয়েক বছর ধরে যৌথ প্রযোজনাসহ কলকাতার একক ছবিতে কাজ করছেন নুসরাত ফারিয়া। মাস দুয়েক আগে তাঁর কলকাতার ছবি বিবাহ অভিযান মুক্তি পায়। এখন রাজা চন্দ পরিচালিত ভয় নামে আরকেটি ছবির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের ফাঁকে সোমবার সকালে কলকাতা থেকে দেশে ফিরেছেন তিনি।
কলকাতার ছবিতে কাজের চাহিদা বাড়ছে প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এটি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পীদের জন্য ইতিবাচক। যাঁরা কলকাতায় গিয়ে কাজ করছেন, তাঁদের জন্য এটি অর্জন।’
কিন্তু বাংলাদেশেরর চলচ্চিত্রের অবস্থা ভালো না হওয়ার কারণে কি শিল্পীরা কলকাতার দিকে ঝুঁকছেন? এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‘ঢাকার চলচ্চিত্রের অবস্থা খারাপ হলেও কাজের অনেক অভাব, তা নয়। তবে ঢাকার ছবিতে কাজ করা সময়সাপেক্ষ ব্যাপার। শুটিং শেষ করা, মুক্তি দেওয়ার বিষয়গুলো নিয়ে পেশাদারত্বের অভাব আছে। কলকাতার কাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করে নির্দিষ্ট সময়েই মুক্তি দেওয়া হয়।’
জয়দীপ মুখোপাধ্যায়ের রক্তমুখী নীলা ছবিতে কাজ করছেন ববি। ছবিটির বাকি কাজ শেষ করতে এবং কলকাতার নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হতে এখন কলকাতায় আছেন তিনি।
কলকাতার ছবিতে কাজের প্রসঙ্গে মুঠোফোনে সেখান থেকে ববি বলেন, ‘কলকাতার ছবিতে চাহিদার কারণেই আমাদের ডাকা হচ্ছে। তবে একটা কথা বলতেই হয়, কলকাতায় কাজের প্রতি সম্মানটা একটু বেশি মনে হয়। সময় মেনে তারা কাজ করে।’
এদিকে ভারতের দুটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তা। সাকালাকালা ভাল্লাভুডু নামে ছবিটি মুক্তি পেয়েছে। ইয়ারা চেরা নামে আরেকটি ছবির শুটিং শেষ। নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ওই ছবির কর্মশালা করতে এখন হায়দরাবাদে আছেন মেঘলা। মুঠোফোনে তিনি বলেন, ‘ভারতে চলচ্চিত্রের অনেকগুলো জায়গা। কাজের সুযোগও বেশি। আমাদের সিনেমার সংখ্যার চেয়ে শিল্পী বেশি। তাই ঠিকমতো কাজ করা কঠিন।’
অপু বিশ্বাস অভিনয় করছেন শর্টকাট ছবিতে, আইরিনের ছবির নাম শিবারাত্রি এবং ২০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জ্যোতিকা জ্যোতি অভিনীত ছবি রাজলক্ষ্মী ও শ্রীকান্ত।
বাংলাদেশের শিল্পীদের প্রশংসা করে কলকাতার পরিচালক রাজা চন্দ কলকাতা থেকে মুঠোফোনে বলেন, ‘বাংলাদেশের মীম, রোশানসহ বেশ কয়েকজনের সঙ্গে কাজ করেছি। তাঁরা ভালো কাজ করেন। জয়ার কথা আর কী বলব। এখন নুসরাত ফারিয়াকে নিয়ে কাজ করছি। দারুণ কাজ করছেন তিনি। বাংলাদেশের শিল্পীরা ভালো কাজ করেন। আরও অনেক শিল্পীই কলকাতায় আসবেন।’
পুরো বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছেন প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম। তিনি বলেন, ‘আমাদের শিল্পীরা যোগ্যতা দিয়েই ভারতের ছবিতে কাজ করছেন। ভালো কাজ করছেন বলেই তাঁদের ডাকা হচ্ছে। জয়া আহসান আমাদের গর্ব। ভারতের ছবিতে কাজ করে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।’
জয়া আহসান এখন রবিবার ছবির শুটিং করছেন কলকাতায়। এ ছাড়া তিনি অভিনয় করেছেন ভূতপরী নামের ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে বিনিসূতায় নামের একটি ছবি। অভিনয়ের জন্য ইতিমধ্যে ভারত থেকে বেশ কিছু সম্মানসূচক পুরস্কারও জিতেছেন এই অভিনেত্রী।