বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

ভারতে ইভিএম কারচুপি, প্রণব মুখার্জির উদ্বেগ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৪৭৮ বার

আন্তর্জাতিক ডেস্ক 
লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সপ্তদশ লোকসভা নির্বাচনে ইভিএম কারচুপি হয়েছে দেশটির গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর মঙ্গলবার বিবৃতি দিয়ে তিনি তার এ উদ্বেগের কথা জানান।
গত সোমবার ভারতের নির্বাচন কমিশনের (ইসি) ভোট পরিচালনা নিয়ে প্রশ্ন তোলার একদিন পর ফের দেয়া ওই বিবৃতিতে প্রণব মুখার্জি বলেন, ‘জনগণের রায় গরমিল করার যে অভিযোগ পাওয়া যাচ্ছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। ইভিএম’র নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।’
বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান এই চ্যালেঞ্জটি নিয়ে কোনোভাবেই প্রশ্ন ওঠার সুযোগ নেই। জনগণের রায় সব কিছুর ঊর্ধ্বে। তাই এটি নিয়ে কোনো সন্দেহ তোলার অবকাশ নেই।’
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যরা অভিযোগ তুলছে ইভিএম কারচুপির ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন চুপ করে আছে। এমন অভিযোগের সময় দেশটির সাবেক একজন রাষ্ট্রপতির উদ্বেগ নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ