রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ২২৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে আজ টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
চূড়ান্ত সাফল্য পেতে শেষ ধাপ জয় করা এখনো বাকি। হোক না ছোটদের বিশ্বকাপ, তবু তো ফাইনাল! আর এ ফাইনাল জিতলে তো বিশ্বকাপ চ্যাম্পিয়নই! তখন শিরোপায় অনূর্ধ্ব-১৯ লেখাটা হবে বড়দের বিশ্বকাপ জয়ের প্রেরণা। কাঙ্ক্ষিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচটা শুরু হতে যাচ্ছে একটু পরই। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা। দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় সুযোগ পেয়েছেন অভিষেক দাস।
এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের মূল একাদশ :
বাংলাদেশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজীম হাসান, অভিষেক দাস।
ভারত: যশস্বী জয়সোয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), প্রিয়ম গর্গ (অধিনায়ক), সিদ্ধেশ বীর, অথর্ব অঙ্কোলেকার, রবি বিশ্নোই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগি, আকাশ সিং।
নক আউট ম্যাচ ‘ভারত’ যেন বাংলাদেশ ক্রিকেটে দুঃখেরই অন্য নাম! বাংলাদেশ জাতীয় দল যেমন বৈশ্বিক আসরের নক আউট ম্যাচে ভারত বাধা পার হতে পারছে না, অনূর্ধ্ব-১৯ দলও তাই। গত দুই বছরে তিনটি নক আউট ম্যাচ খেলে তিনটিতেই ভারতীয় যুবাদের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতকে ১৭২ রানে আটকে বাংলাদেশ হারে মাত্র ২ রানে। গত বছর আগস্টে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও একই ফল। ২৬১ রান করে ভারতের কাছে ৬ উইকেটে হার।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বড় ধাক্কা খায় পরের মাসেই। গত সেপ্টেম্বরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে মাত্র ১০৬ রানে অলআউট করে বাংলাদেশ। এত সহজ লক্ষ্য পেয়েও সেই ম্যাচে ১৭ ওভার বাকি থাকতে মাত্র ১০১ রানে অল আউট আকবর আলীর দল! ৫ রানের হারে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আজ পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনাল, প্রতিপক্ষ আবারও ভারত। তবে এবার আর হারের স্বাদ নয়, জয় নিয়ে ট্রফি উঁচিয়ে ফিরতে চায় বাংলাদেশের যুবারা। আজকে কি সেই গেরো কাটাতে পারবেন আকবর-তৌহিদরা?

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ