দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেয়ার অভিযোগে পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক আবজাউল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার কমিশন এ মামলার অনুমোদন দেয়। দু-একদিনের মধ্যে এ মামলাটি করবেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ ভুয়া জন্মসনদ ব্যবহার করে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন। এরপর পুলিশ ভেরিফিকেশনে ভারতীয় নাগরিক হিসেবে রিপোর্ট দেয়ার পরও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি চক্রের যোগসাজশে তাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়।
দুদকের অনুসন্ধানে উঠে আসে এ দুর্নীতির সঙ্গে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সাবেক সহকারী পরিচালক আবজাউল আলমসহ আটজন জড়িত। তারা হলেন- ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ, রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী রঞ্জু লাল সরকার, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন, আলমাস উদ্দিন, ইব্রাহিম হোসেন, আবদুল ওয়াদুদ।
দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের টিম এই দুর্নীতির অনুসন্ধান করেন।