স্পোর্টস ডেস্কঃ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শুধু তাই নয়! ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসের মালিকও রোহিত।
ভারতীয় এই সহ-অধিনায়ককেই নিজের রোল মডেল হিসেবে ভাবেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান হায়দার আলী।
ফেব্রুয়ারিতে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন হায়দার। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হায়দার বলেন, আমার রোল মডেল রোহিত শর্মা। আমি তাকে ক্রিকেটার হিসেবে খুব পছন্দ করি। তার মতো নিখুঁতভাবে বল মারতে চাই।
১৯ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান আরও বলেছেন, রোহিতের যে জিনিসটি আমার ভালো লাগে, সেটা হল যখন তিনি পঞ্চাশ পার করেন, সেটাকে ১০০তে নিয়ে যান। এরপর চিন্তা করেন ১৫০ রানের, এমনকি ২০০ রানেরও। এ জিনিসটিই আমি করতে চাই। বড় রান করার ভাবনায় ব্যাটিং করতে চাই, সেখানে পৌঁছালে আরও বড় রানের লক্ষ্যে যেতে চাই। তিনি একজন সত্যিকারের ম্যাচ উইনার।