বিনোদন ডেস্ক:: কাউনাইন সৌরভের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দালিয়া’। আসছে ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার ছোট গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নাটক ‘দালিয়া’। গত ২৯ এপ্রিল থেকে টানা তিনদিন ধরে চিত্রায়িত হচ্ছে নাটকটি। রাজধানীর অদূরে পূবাইলে শুটিং স্পট থেকে নাটকটি সম্পর্কে জানালেন এর অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
নাটকে তিনি অভিনয় করছেন শাহাজাদী আমিনা চরিত্রে। নাটকটি প্রসঙ্গে ভাবনা বললেন, “খুব চমৎকার স্ক্রিপ্ট, যেখানে অভিনয় করছি সেটাও বেশ বিশ্বাসযোগভাবেই উপস্থাপন করা হচ্ছে। সহশিল্পী হিসেবে দু’জন চমৎকার অভিনয়শিল্পী পেয়েছি। এতে অভিনয়টাও বেশ ভালো হচ্ছে। আমি সবসময় বৈচিত্রময় চরিত্রে অভিনয় করতে চাই। যেটা ফিল্মে সবসময় সম্ভব নয়। নাটকে সেটা করতে পারছি বলে ভালো লাগছে। ইন্টারনেটের যুগে আসলে ভালো কাজ হলে নাটক-সিনেমা বলুন ফর্ম যেটাই হোক টিকে থাকবেই।” নাটকে ভাবনার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও রুনা খান।
আগামী ৮ মে বাংলাভিশনে প্রদর্শিত হবে নাটকটি।