দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
আজকাল সব কিছুই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। আর প্রযুক্তিকে হাতের নাগালে রাখার কাজটি বেশ ভালোভাবে সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে স্মার্টফোন। এখন প্রতিদিনই নতুন নতুন সব ফিচার নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় এবার চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নিয়ে এসেছে ‘ভাঁজ করা স্মার্টফোন’।
চীনা প্রযুক্তি সংস্থা সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে দেয়া এক পোস্টে কোম্পানিটি জানিয়েছে, ডাবল ভাঁজ করা ডিভাইসটি শিগগিরই বাজারে আসছে এবং সাধারণ মানুষকে এর নাম ঠিক করার ব্যাপারে সাহায্য করার জন্য আহ্বানও করা হয়েছে। যদিও স্যামসাং এবং স্টার্ট-আপ রয়্যাল আগেই তাদের নিজস্ব নমনীয়-স্ক্রীনযুক্ত ফোন উন্মোচন করেছিল। কিন্তু তাদের ফোনগুলো শুধু একবার ফোল্ড করা যায়। কিন্তু শাওমির ফোনগুলো তিনটি পদ্ধতিতে ভাঁজ করা যাবে। পরামর্শক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বেন উড বলেছেন, ‘এটি খুবই মজার যে শাওমি তাদের ফোনের প্রোটোটাইপে তিনটি উপায়ে ভাঁজ করার পদ্ধতি বের করতে পেরেছে। সাধারণত ফোনের যে অংশে ভাজটা পড়ে, সেখানে সমস্যা দেখা দেয়ার আশঙ্কা বেশি থাকে। তারপরও ফোল্ডেবল স্ক্রিনের এই ধারণা স্মার্টফোন প্রসু্ততকারকদের তাদের ফোনগুলোকে অন্য ফোনগুলোর চাইতে আলাদা করবে।’
ধারণা করা হচ্ছে, এসব কারণে নতুন প্রযুক্তি সম্বলিত এই স্মার্টফোনটি যথেষ্ট ব্যয়বহুল হবে। ফোল্ডিং ডিসপ্লেগুলো পরবর্তী প্রজন্মের স্মার্ট ডিভাইসের নতুন সূচনা করবে বলে মনে করেন মিস্টার উড। তিনি বলেন, এই ভাঁজ করা ট্যাবলেটসহ একটি স্মার্টফোন যে গ্যাজেট প্রেমীদের চুম্বকের মতো টানবে তাতে কোনও সন্দেহ নেই।
এছাড়া এই ফোনটিকে রক্ষায় এর কেসের ডিজাইনটি কেমন হতে পারে সেটা নিয়েও চিন্তায় পড়েছেন কেস উত্পাদকরা। হুয়াওয়ে জানিয়েছে, চলতি বছরেই তারা একটি ফোল্ড-আউট স্ক্রিনের ফোন বের করতে যাচ্ছে। -বিবিসি