রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

ব্রাজিল হারলে দোষ আমার ওপরেই আসে: নেইমার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৩১২ বার

স্পোর্টস ডেস্ক::
আপনার মতামত দিন ব্রাজিল দলের বর্তমানে সবচেয়ে বড় তারকা নেইমার। বর্তমানে পায়ের ইনজুরির কারণে লম্বা ছুটিতে রয়েছেন তিনি। ফলে এ মাসে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দেশের ম্যাচের আগে ঘোষিত দলে তাকে রাখা হয়নি।
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেয় ব্রাজিল। ২-১ গোলে বেলজিয়ানদের কাছে হারের স্বাদ পায় তারা। সেই আসরে চোট থেকে ফেরা নেইমার দলকে জয় এনে দিতে পারেননি। পরে সমর্থকরা ব্রাজিল দলসহ নেইমারের সমালোচনায় মাতেন। আর এই ব্যাপারটিই এবার খোলাসা করলেন নেইমার। জানান, দলের হারে সবচেয়ে বেশি আমাকেই দোষারোপ করা হয়।
গ্লোবো টিভির এস্পোর্তে এস্পেক্তুলারে এক সাক্ষাতকারে নেইমার বলেন, আমি মনে করি আমার ওপর অতিরঞ্জিত সমালোচনা করা হয়েছে। তবে আমি এটা মেনে নিয়েছি, কেননা আমার পুরো ক্যারিয়ারেই এমনটি হয়েছে। আমি এটা জানি যে, ব্রাজিল হারলে বেশিরভাগ দোষটাই আমার ওপরে আসে। অত্যাধিক এই সমালোচনায় আমি ছাড়াও ফার্নানন্দিনহোও পড়েছে। সে আরেকজন ফুটবলার যে দুয়োর শিকার হয়েছে।
এদিকে দলের হারের পাশাপাশি গত বিশ্বকাপে নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় তার নাটুকে ‘ডাইভিং’-এর জন্য। সামাজিক মাধ্যমগুলোতে ট্রলের শিকারও হন তিনি। এ বিষয়ে সাবেক বার্সেলোনা স্ট্রাইকার বলেন, আমি বিশ্বকাপে আমার ম্যাচগুলো আবারও দেখেছি এবং ভাবছি আমি কি এমন কিছু করেছি নাকি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ