বৈশাখের আগমনী গানে
প্রকৃতি এবার রূপ বদলেছে,
পাকা ধানের মৌ মৌ গন্ধে
কৃষকের মুখে হাসি ফুটেছে।
বাংলা সেজেছে আজ নতুন সাজে
পান্তা ইলিশের মহোৎসবে,
কৃষক-যুবক, বৃদ্ধা বৌ
চেয়ে আছে পুলকিত নয়নে।
জননী জন্মভূমি আজ বিশ্বের বুকে,
বীরাঙ্গনা বেশে উর্দ্ধ শিরে
দেয় অনাবিল আনন্দ বিলিয়ে।
ভোরের সূর্যটা আনন্দে হাসে
নতুন বছরের বর্ণিল রূপে,
বরন করে নিতে নব সাজে
রং-বেরঙের আনন্দ অনুষ্ঠানে।
লিখেছেন:: পংকজ চক্রবর্তী জয়
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ( অনার্স ৩য় বর্ষ )
এম.সি কলেজ,সিলেট