নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি নীতিমালা লংঘন করে হাওর রক্ষা বেরীবাঁধ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগে ২ জন পিআইসি সভাপতি’কে সোমবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নলুয়ার হাওর থেকে এ দুই জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন ভুরাখালী বেরীবাধ প্রজেক্ট বাস্তবায়ন কমিটির সভাপতি সুরঞ্জিত দাস,নলুয়ার হাওর ফোল্ডার-১ এর পিআইসি সভাপতি রাহিম আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ দৈনিক যুগান্তরকে জানান,সরকারি নীতিমালা লংঘন করে বাঁধ নির্মানে এদের অবহেলা ও ব্যাপক অনিয়ম রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উচ্চতার বেরীবাধ নির্মান করতে এরা ব্যর্থ হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী বেরীবাঁধ নির্মান করতে যারা ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ পুলিশ ফোর্স নিয়ে হাওরে গেলে অনেক পিআইসি সভাপতি ও সেক্রেটারীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দেয়। এর আগে সরকারি নীতিমালা অমান্য করে বাঁধের পাশ থেকে মাটি উত্তোলনের অভিযোগে নলুয়ার হাওরের ৪৬নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সুরুজ্জামান কে গ্রেফতার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ অভিযোগে আরো অনেক পিআইসির সভাপতিকে আটক করা হতে পারে বলে তিনি জানান। পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দীন জানান, নীতিমালা অনুযায়ী বাঁধের ৫০ মিটার দুর থেকে মাটি তুলে বাঁধ নির্মাণ ও সংস্কার করার কথা রয়েছে। অনেকেই বাঁধের পাশ থেকে মাটি তুলেছেন। তিনি বলেন,যারা বাঁধের পাশ থেকে মাটি তুলেছেন তাদের তালিকা তৈরী করা হচ্ছে। এখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য এ বছর জগন্নাথপুর উপজেলার ৬৮ কিলোমিটার হাওর রক্ষা বেরীবাঁধ নির্মান ১৪ কোটি ৩৫ লক্ষ টাকা সরকার বরাদ্দ দিয়েছেন।