দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতিতে এক মাসের মূল বেতন ও বৈশাখী ভাতার টাকা গরিব–দুস্থ মানুষের জন্য ত্রাণ তহবিলে দিয়েছেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম। জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে তিনি এই টাকা তুলে দেন। বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।
এ বিষয়ে ইউএনও মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, অনুদানের টাকা খুব বেশি নয়, সামান্য। আমার এক মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা মঙ্গলবার জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। মমতাজ বেগম আরও বলেন, ‘আমার সামর্থ্য যদি বেশি থাকত, তবে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তা বিলিয়ে দিতাম। দেশের নাগরিক হিসেবে আমারও কিছু দায়িত্ব–কর্তব্য রয়েছে। তা ছাড়া মানুষ মানুষের জন্য। এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি যাঁর যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।’
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ইউএনও মমতাজ বেগম তাঁর এক মাসের মূল বেতন ও বৈশাখী ভাতার টাকা ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।
সুত্রঃ প্রথম আলো