নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল কাদির (৬৫) আর নেই। উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের এ মেম্বার শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
দীর্ঘদিন থেকে বাধ্যকজনিত রোগে ভুগছিলেন আবদুল কাদির মেম্বার।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২টা ২০ মিনিটের সময় মরহুমের গ্রামের মাছুবাড়িতে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে অংশ নেন অর্থ ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনসাধারণ।
অন্যান্যের মধ্যে জানাযায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও জেলা পরিষদ মেম্বার মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা বিএপনির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক এনামুক হক এনাম ও উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া প্রমুখ। নামাজের জানাযা শেষে মরহুমের দাফন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে- প্রবীণ এ আওয়ামী লীগ নেতার আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
শোকপ্রকাশ কারী নেতৃবৃন্দরা হচ্ছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও জেলা পরিষদ মেম্বার মাহতাব উল হাসান সমুজ, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আনহার মিয়া মেম্বার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ রুহেল প্রমূখ।