মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

বৃষ্টির প্রতিটি ফোটা যেন কৃষকের কান্না হয়ে ঝরছে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২১০ বার

স্টাফ রিপোর্টার::

হাওরে এখন আধাপাকা ধান। এ ধান নিয়ে স্বপ্নে বিভোর হাওরের প্রতিটি কৃষক পরিবার। তবে কৃষকের স্বপ্ন পূরনের পথে এবার বড় বাঁধা পাহাড়ি ঢলের পানি। এই পানির চাপে হাওর রক্ষা বাঁধে বাঁধে এখন প্রচন্ড চাপ। দীর্ঘদিন পানি থাকায় অনেক বাঁধ নরম হয়ে ধব্বস নেমেছে। কৃষকের আপ্রাণ চেষ্টায় তা মেরামত করে ঝুঁকিমুক্ত করা হচ্ছে। পানি বেড়েই চলেছে। দ্বিতীয় দফা পাহাড়ি ঢল গলাটিপে হত্যা করেছে কৃষকের স্বপ্ন।

হাওরে হাওরে এখন কান্নার সুর। প্রতিদিন বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনার ফসল। রাতদিন পাহারা দিয়ে চেষ্টা অব্যাহত আছে তাদের। তবে প্রতিদিন নিয়ম করে হচ্ছে প্রচন্ড ঝড়বৃষ্টি, সাথে বজ্রপাত। এ যেন মরার উপর খাড়ার ঘা। অঝোর ধারায় হচ্ছে বৃষ্টি। বৃষ্টির প্রতিটি ফোটা যেন কৃষকের কান্না হয়ে ঝরছে। এই ঝড়বৃষ্টি বাঁধকে আরও ঝুঁকিপূর্ণ করবে। বাঁধে নামবে ধ্বস। এতে আরও বেশি দুশ্চিন্তায় পড়েছন কৃষকরা। বাঁধে পাহারা দেয়া পিআইসিরাও পড়েছেন বেকায়দায়। এমন করুন পরিস্থিতিতে দুঃখের সাগরে ভাসছেন সবাই। হাওরের কৃষকের কাছে এ বৃষ্টি কেবল কান্নার সুর। তারা এমন বৃষ্টি চান না। ফসল ঘতে তোলার স্বপ্নে এখনো আশায় বুক বেঁধে প্রতিটি কৃষক পরিবার। প্রত্যাশা তাই স্বপ্ন পূরন হোক প্রতিটি কৃষক পরিবারের। রক্ষা করুন মহান প্রভু। বাঁচুক কৃষক, বাঁচুক দেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ